বাউফল ইউনিয়নে ৫ সহস্রাধিক গাছের চারা বিতরন

বাউফল ইউনিয়নে ৫ সহস্রাধিক গাছের চারা বিতরন

সাইফুল ইসলাম,  বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :  পটুয়াখালী জেলা প্রশাসন উদ্যোগে দশ লক্ষ্য চারা বিতরন বৃক্ষপোণ কর্মসূচী ধারাবাহিকতায় বাউফল ইউনিয়নে ৫ সহস্রাধিক শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরন করেছেন উপজেলা নিবার্হী  অফিসার  পিযুস চন্দ্র  দে।
গতকাল শনিবার সকাল ১১ ঘটিকায় কমপ্লেক্স মিলনায়তনে ভালোবাশি বাউফল পরিচালক মো: আশরাফ আলী খান বাচ্চু উপস্থাপনায় গাছের চারা বিতরনী সভায় বক্তব্য রাখেন, বাউফল ইউপি চেয়ারম্যান মো: জসীম উদ্দিন খান। প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার পিযুস চন্দ্র চারা বিতরনী সভায় গলাকাটা গুজব, ডেঙ্গুজড় থেকে দূরে থাকুন, বাড়ির আঙ্গিনায় পরিস্কার পরিচ্ছন্নতা থাকুন এবং গাছ লাগাবার পদ্ধতি নিয়ে সকল শিক্ষার্থীদের ধারনা প্রদান করেন।
এ সময় ইউনিয়নের ১৭ টি প্রাথমিক বিদ্যালয়ে, ৩ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬ টি মাদ্রাসার প্রধান জনপ্রতিনিধি,  ইমাম,  সাংবাদিক  স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ কমপ্লেক্স পার্শ্ববর্তী বিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।  জাতীয় শোক আগস্ট মাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৪ তম শাহাদৎ বার্ষিকী পালনে জেলা প্রশাসন উদ্যোগে দশ লক্ষ চারা বিতরন  ও বৃক্ষরোপন কর্মসূচী গ্রহন করেন। এ কর্মসূচীর আওতায় বাউফল উপজেলার আগষ্ট মাস জুড়ে পর্যাক্রমে ১৫ টি ইউনিয়নে ৯৬ হাজার চারা বিতরন করা হবে।  ১ আগষ্ট উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন প্রথম চারা বিতরণ শুরু হয়েছে।